লক্ষ্মীপুর জেলা শ্রেষ্ঠ তথ্য বাতায়ন হিসেবে স্বীকৃতি প্রাপ্তির ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার সকল উপজেলা ও ইউনিয়ন তথ্য বাতায়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিটি উপজেলা হতে একজন সেরা উদ্যোক্তা, জেলায় শ্রেষ্ঠ উদ্যোক্তা, একজন টেকনিশিয়ান, একজন উপজেলা নির্বাহী অফিসারকে নির্বাচিত করে পুরস্কৃত করা হবে। সেই সাথে জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর এ চলমান জাতীয় ই-সেবা সিস্টেম (NESS) এর কার্যক্রম গতিশীল করতে একজন কর্মকর্তা এবং একজন অফিস সহকারীকে নির্বাচিত করে পুরস্কৃত করা হবে। এ লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর ২০১৪ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসক মহোদয়ের সম্মলেন কক্ষে নির্বাচিত ব্যাক্তিগণকে পুরষ্কার প্রদানের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলার সকল উদ্যোক্তা, টেকনিশিয়ান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইনোভেশন টিমের সদস্য, জেলার সুশীল সমাজসহ জেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীদের আমন্ত্রন জানানো হয়েছে। সকলকে লক্ষ্মীপুর জেলার তথ্য বাতায়ন দেখার আমন্ত্রন জানাচ্ছি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS