পরম পূরণে প্রয়োজনীয় তথ্য সমূহ SSC ও HSC পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড অনুযায়ী পূরণ করতে হবে, ০১কপি পাসপোর্ট সাইজ ছবি যা অনলাইনে অপলোড করতে হবে। ছবির সাইজ হবে সর্বোচ্চ 50KB এবং ছবি হবে .jpg ফরমেটে।
প্রথমে www.nu.edu.bd/admissions প্রবেশ করতে হবে।
এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল, পাশের সাল ও বোর্ডের নাম এন্ট্রি দিতে হবে। প্রার্থী যদি যোগ্য হয় তাহলে কলেজ নির্বাচন করার অপশন আসবে।
কলেজ নির্বাচন করার অপশন আসার পর পচন্দের কলেজ সিলেক্ট করতে হবে।
কলেজ সিলেক্ট করার পর প্রার্থীর যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সাবজেক্ট আসবে।
সাবজেক্ট গুলোর প্রধান্য অনুযায়ী সিলেক্ট করতে হবে।
প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করে ভূল চেক করে ফরমটি সাবমিট করতে হবে। ফরম পূরণের সময় সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে, কারন ফরমে ভুল হলে তা সংশোধন করা যাবে না।
সাবমিট করা ফরমটি A4 সাইজ কাগজে প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার ফি ৩০০টাকা।
উদ্যোক্তার সার্ভিস চার্জ হিসাবে ৫০টাকা নিতে পারেন।
আবেদনের সময়সীমা- ২০/১১/২০১৩ইং থেকে ০৫/১২/২০১৩ইং পর্যন্ত
উক্ত আবেদন ফরম ০৫/১২/২০১৩ইং তারিখের মধ্যে উক্ত সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষা- ২৭/১২/২০১৩ইং রোজ শুক্রবার সকাল ১১টা
থেকে দুপুর ১২টা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস